-->

চোখ সুস্থ রাখার উপায় | How to Protect eyes from many damages and problems.

চোখ সুস্থ রাখার উপায় | How to Protect eyes from many damages and problems.

চোখ অমূল্য সম্পদ ।তাই এ চোখ সুস্থ রাখার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। চোখ সুস্থ রাখার কয়েকটি উপায় নিম্নরূপঃ     
          
 ১/স্বাস্থ্যকর খাবার গ্রহণঃ স্বাস্থ্যকর খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ভিটামিন "এ" ও "সি" সমৃদ্ধ খাবারকে, যেমনঃ ছোট মাছ,আম, সবুজ শাক সবজি ,হলুদ ফলমূল ও বিভিন্ন মৌসুমী ফল।

২/ ধূমপান ত্যাগঃ ধূমপান এর কারনে চোখের কর্নিয়া র ক্ষতি হতে পারে

৩/ আলোর সঠিক ব্যবহারঃ তীব্র আলো কিংবা আল্প আলোতে পড়া ঠিক নয়।
প্রয়োজনে টেবিল ল্যাম্প ব্যভার করতে হবে।

৪/ চশমা ব্যবহারঃ যাদের চোখে সমস্যা আছে তাদের নিয়মিত চশমা ব্যবহার করতে হবে।

৫/ পানির ঝাপটা দেয়াঃ চোখে প্রতিদিন কয়েকবার  পানির৷ ঝাপটা দিতে হবে ।
এতে করে চোখের তাপমাত্রা ঠিক থাকে।

৬/প্রসাধনী ব্যবহারে সর্তকতাঃ প্রসাধনী ব্যবহারে খেয়াল রাখতে হবে যেন তা চোখের ভিতরে প্রবেশ না করে।

৭/ ঘুমঃ পর্যাপ্ত পরিমাণ ঘুম খুবই প্রয়োজন চোখের জন্য।

এভাবে চাইলে খুব সহজে চোখকে সুস্থ রাখা সম্ভব ।

Share this:

Disqus Comments