পাখিটির নাম লালগলা। এর ইংরেজি নাম "Chinese Rubythroat." বৈজ্ঞানিক নাম "Calliope tschebaiewi."
সামনে সরাসরি দেখলে পাখিটিকে মনে হবে ছোট এই সুন্দর পাখির মাথা-কপাল-ঘাড়ঁ জুড়ে একটি সাদা ক্রস দাগ।গলার ধারের জায়গাটুক এ লাল। চোখের নিচ থেকে বুকের উপরিভাগে ঘন কালো লোম আর পেটসহ লেজের নিচের জায়গা সাদা লোমে আবৃত। মাথার তালু ছাই-কালো। এদের চলাফেরা আমাদের জাতীয় পাখি দোয়েল এর মতই। এরা আসলে দোয়েলেরই জাত ভাই।কিন্ত দোয়েল এর চেয়ে ৫ সেন্টিমিটার ছোটো।এদের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার।
এরা সাধারণত পোকামাকড়-কীটপতঙ্গ খায়। এদের কণ্ঠ অনেক মিষ্টি। "কিয়া কিয়া" শব্দে ডাকে। নিচু জায়গাই এদের চলাফেরার জন্য পছন্দ।এদের কালোবুক নামেও ডাকা হয়। এদের খুব এ কম দেখা যায় । এদের মাজগে মাঝে দেখা পাওয়া গেলে যেতে পারে দেশের উত্তর - পুর্বাঞ্চলের হাওর এলাকাতে।