-->

বিরল পাখি

বিরল পাখি

বন্ধুরা আমার প্রথম ব্লগ এ আপনাদের স্বাগতম। আজ মজার বিজ্ঞান এ আপনাদের একটি বিরল পাখি সম্পর্কে জানাবো।  তাই দেরি না করে চলে যাই আজকের সেই বিরল পাখির ব্যাপারে জানতে।

পাখিটির নাম লালগলা। এর ইংরেজি নাম "Chinese Rubythroat." বৈজ্ঞানিক নাম "Calliope tschebaiewi."

 সামনে সরাসরি দেখলে পাখিটিকে মনে হবে ছোট এই সুন্দর পাখির মাথা-কপাল-ঘাড়ঁ জুড়ে একটি সাদা ক্রস দাগ।গলার ধারের জায়গাটুক এ লাল। চোখের নিচ থেকে বুকের উপরিভাগে ঘন কালো লোম আর পেটসহ লেজের নিচের জায়গা সাদা লোমে আবৃত। মাথার তালু ছাই-কালো। এদের চলাফেরা আমাদের জাতীয় পাখি দোয়েল এর মতই। এরা আসলে দোয়েলেরই জাত ভাই।কিন্ত দোয়েল এর চেয়ে ৫ সেন্টিমিটার ছোটো।এদের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার।
এরা সাধারণত পোকামাকড়-কীটপতঙ্গ খায়। এদের কণ্ঠ অনেক মিষ্টি। "কিয়া কিয়া" শব্দে ডাকে। নিচু জায়গাই এদের চলাফেরার জন্য পছন্দ।এদের কালোবুক নামেও ডাকা হয়। এদের খুব এ কম দেখা যায় । এদের মাজগে মাঝে দেখা পাওয়া গেলে যেতে পারে দেশের উত্তর - পুর্বাঞ্চলের হাওর এলাকাতে।


Share this:

Disqus Comments