-->

মোমো চ্যালেঞ্জ কি গেম? কিভাবে মানুষ্কে মেরে ফেলছে? what is momo game

মোমো চ্যালেঞ্জ কি গেম? কিভাবে মানুষ্কে মেরে ফেলছে? what is momo game

পৃথিবী তে নানা রকমের প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে... বিজ্ঞান আর আধুনিকতার কারনে প্রযুক্তির খুব দ্রুত অগ্রসর হচ্ছে.. যেখানে আমরা পাচ্ছি ভালো খারপ উভয়ে, তাই আজকে কথা বলবো.৷ ব্লু হোয়েলের মত একটি প্রযুক্তিগত খারাপ দিগ.. যার নাম হচ্ছে মম... আজকের পুরো ভিডিও জুরে রয়েছি আমি আদনান মুরাদ from জিএম হাসানাত ইউটিউব চ্যানেল। সসম্পূর্ন ভিডিও দেখুন এবং জানুন কিছু অজানা তথ্য যা আপনাদের অভাক করবেই

আপনি চাইলে নিচের দেয়া ভিডিওটি দেখে নিতে পারেন ৷। সেখানে আরও ভালোভাবে সব কিছু দেখানো ও বুঝানো হয়েছে ৷।

মম দেখতে কিছুটা ভিতীকর, গায়ের চামড়া ফ্যাকাসে, চোখে অশুভ হাসি, বাইরের দিকে প্রসারিত লাল লাল চোখ গুলি,,, যেকোন প্রাপ্ত বয়স্ক মানুষ ভিতী প্রষন করতেই পারে.. কিন্তু বাচ্চারা দেখলে খেলার কোন গেম ভাববে এইটাই স্বাভাবিক, এতো ক্ষন যার বৈশিষ্ট্য বললাম এবং দেখালাম.. সে আসলে কোন মানুষ নাহ.. সে একটি স্টেচু বা প্রতি মূর্তি.. যা দেখে আপনার মনে হতেই পারে.. এটা দেখে ভয় পাবার কিহ হলো কিংবা এটা খেলে মরে যাবার কিহ হলো.. যদি আপনার এই রকম টা মনে হয়ে থাকে, তাহলে শুনে রাখুন আপনার জন্যই এই ভিডিও টি...

মম গেম খেলার জন্য আপনি কোন এপ্স কিংবা সফটওয়্যার পাবেন নাহ৷ যার জন্য আপনি চাইলেই এই গেম টি খেলতে পারবেন নাহ.. মম গেমটি খেলার মাধ্যম হচ্ছে ওয়াটসাআপ এবং ফেইসবুকে মত জনপ্রিয় মাধ্যম গুলো, যা নিয়ন্ত্রণ করে ইউরোপের কিছু দূঃশকৃতি কারি লোক.. যাদের উদ্দেশ্য এই গেমের মাধ্যমে মানুষকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দেওয়া... আর আপনার মনে হতেই পারে.. একটা গেম খেলে মানুষ কিভাবে মারা যায়.. পূর্বে আপনারা দেখেছেন ব্লু হোয়েল গেম খেলে মারা গিয়েছে অনেকেই..
 আর এই গেম কে তুলনা করা হয়েছে নিল তিমি গেমের সাথে
 যেই গেম প্রথমে আপনাকে বলবে.. এই গেমের মাধ্যমে নাকি আপনি অন্যদের থেকে সেরা কিংবা আলাদা হয়ে গড়ে উঠবেন....

আর এগুলা দেখে, যে কোন সাধারন মানুষ আক্রিষ্ট হতেই পারে,, এবং.. পরবর্তীতে তারা আপনার কাছ থেকে হাতিয়ে নিবে... আপনার সব গোপন তথ্য।। হয়ত বা আপনি ভাবছেন... ওরা চাইলেই কিহ আপনি আপনার সিক্রেট বলে দিবেন..আপনার বলার প্রয়োজন নেই.. ওরা আপনার ফোন টির তথ্য তাদের কাছে নিয়ে যাবে.. এখন আপনি বলতে পারেন.. আপনার ফোনে এমন কোন তথ্য নেই
 যা দিয়ে
তারা আপনাকে ব্লাকমেইল করতে পারে.. আমি বলবো এই টা আপনার সম্পুর্ণ ভুল ধারনা.. তারা আপনার সাথে কথা বলে.. বুঝে যাবে আপনি কেমন প্রকৃতির মানুষ.. আর সেই রকম ভাবেই তারা সব কিছু এপ্লাই করবে.. আর সকলের একটা না একটা দূর্বলতা আছেই.

মম গেমের এডমিন রা এইরকম দূর্বলতা খুজে.. বেড়ায় এবং ছোট খাটো মজার ব্লাকমেইল করে. যেমন.. আজকে বাসা থেকে.. কিছু একটা চুরি করবেন, কিন্তু সবাই চুরি করতে বাধ্য নাহ.. তারপর ও সে আপনাকে ব্লাক মেইল করবে.. এবং এক পর্যায়ে যা করতে আপনি বাধ্য... এবং মৃত্যু আপনার জন্য শেষ টাস্ক হবে.. এই গেম কে বিশেষজ্ঞ রা ব্লু ওয়েলের সাথে তুলনা করছে.. এবং এটি ধীরে ধীরে ভয়াভহ রুপ নিবে বলে ধারনা করা হয়েছে.. কিন্তু এই গেমের মালিক কে সেইটা এখনো জানা যায়নি,, এবং এটি এখন পযন্ত ১০ থেকে ১৫ বছরের বাচ্চাদের উপর প্রভাব ফেলছে.. ইতি মধ্যে যার কারনে ইউরোপের ১০ জনের উপরে প্রান হারিয়েছে.. আর এই গেমের নাম কেনো মম রাখা হলো কিংবা এই গেম কেনো তৈরী করা হয়েছে এখনো জানা যায়নি... আপনি এবং রিলেটিভ দের এই গেম থেকে সাবধান করুন.. কারন.. আপনার জীবনের মূল্য সব কিছু উর্ধে...

তো বন্ধুরা এটা থেকে রেহাই পাবার উপায় হিসেবে বলব আপনি ফেইসবুক বা Whattsapp এর স্ট্যাটাসে কখনও ইমোশনাল কিছু লিখবেন না বা বেশী কিছু পোস্ট করবেন না,
যেমন জীবন টা খুব কষ্টের,জীবন ভালো লাগে নাহ ইত্যাদি ইত্যাদি।
এসব পোস্ট করলে এই গেইমের এডমিনরা আপনার একাউন্ট হ্যাক করে পার্সোনাল সকল তথ্য হাতিয়ে নিবেন এবং আপনার গোপন ফোন নাম্বার সহ তারা জেনে যেতে পারে

Share this:

Disqus Comments