-->

শাওমি ফোনের নতুন মডেল পোকোফোন | Xiaomi Pocophone F1 Bangla Review

শাওমি ফোনের নতুন মডেল পোকোফোন | Xiaomi Pocophone F1 Bangla Review

প্রতিযোগিতার বিশ্বে সকল জনপ্রিয় বান্ডই লাঞ্চ করে যাচ্ছে তাদের নতুন নতুন স্মার্টফোন ।
ঠিক তেমনই Xiaomi লাঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Pocophone F1 যা সত্যিই অসাধারণ।
এই ফোনের সুবিধা অসুবিধা ও দারুন সব ফিচার নিয়ে আজকের ভিডিওতে
আমি আপনাদের সামনে হাজির হয়েছি আদনান মুরান from GM Hasanat ইউটিউব চ্যানেল ।বেশী কথা না বলে চলুন শুরু করা যাক ।

তো চলুন আমরা সব কিছু বিস্তারিত জানি:
প্রথমে যদি এই ফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে বলা যায় এটি প্রায় Xiaomi Mi 8 এর মত করা হয়েছে। কারন ফোনটিতে সাউমীর একটা নচ যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে, ফোনটির ডান সাইডে দেওয়া হয়েছে ভলিউম লকার এবং পাওয়ার অন অফ বাটন। বাম পাশে দেওয়া হয়েছে সিম-ট্রে, এবং বটমে দেওয়া হয়েছে স্পিকার এবং ইউএসবি পুট। আর টপে দেওয়া হয়েছে একটি হেডফোন পুট, ফোনটির ব্যাক সাইডের কথা বলতে গেলে, সেখানে দেওয়া আছে দুটি ক্যামেরা এবং একটি ফিংগার প্রিন্ট স্কেনার, বেল কোয়ালিটির কথা বলতে গেলে, ফোনটি সামনে গ্লাস এবং পেছনে পলি কার্বনেট বডি দেওয়া হয়েছে, যার কারনে ফোনটি এতো ভালোও হয়নি আবার খারাপ বলার মত কিছু ও হয়নি.

ফোনটি ডিসপ্লে নিয়ে বলতে গেলে, বলা যায় এর সাইজ হচ্ছে 6.18 inches, যাতে রয়েছে এলসিডি কালার টাচস্ক্রিন, যার প্রটেকশন রাখা হয়েছে Corning Gorila Glass, যার মাধ্যমে হাত থেকে মোবাইলটি পরে যাওয়ার পরও মোবাইল টির ডিসপ্লে রক্ষা পেয়ে যেতে পারে, ফোনটির সর্বমোট ওয়েট হচ্ছে ১৮০ গ্রাম, যার মধ্যে বেটারি রয়েছে ৪০০০ মেগা হার্চের, যার কারনে আপনি ফোনটি প্রায় ৮/৯ ঘন্টা চালাতে পারবেন, এবং ফোনটির ব্যাটারি ভালো হওয়ায় চার্জ ও হয় দ্রুত, ফোনটির রেম দেওয়া হয়েছে 6/৮ জিবি এবং রোম দেওয়া হয়েছে 64/128 জিবি, যা বর্তমান বাজারে খুবি চমকপ্রদ এবং আকর্ষণীয়,

ফোন টির ক্যামেরার কথা বলতে গেলে, বলা যায়,,,, ফোন অনুযায়ী ক্যামেরা খুবি সামান্য, যেখানে অন্যান্ন ব্রান্ডের ফোন খুবি দুরদান্ত সব ক্যামেরা ফিচারিং নিয়ে বিশ্ব মঞ্চে হাজির হচ্ছে সেখানে এই ফোনটি খুবিই পিছনে, এই ফোনে মেইন ক্যামেরা হচ্ছে ১২ মেগা পিক্সাল এবং ডুয়েল ক্যামেরা ৫ মেগা পিক্সাল যেটি মূলত ব্লারের কাজ করে..
অন্য দিগে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটি খুবই ভালো করেছে যেখানে আমরা পাচ্ছি ২০ মেগা পিক্সাল যার মাধ্যমে আপনি খুবই চমকপ্রদ ভাবে আপনার স্মৃতি ময় মূহুর্ত ধারন করতে পারেন,

ফোনটির ব্যাক ক্যামেরা, ফোনের ফিচার এর উপর বেস করার উপযোগী নাহ হওয়ার পরেও ফোনটি খুবি ভালো সার্ভিস দিবে বলে ধারনা করা হয়েছে, ইন্ডিয়াতে ফোনটি ২২ এ আগস্ট লঞ্চ করা হয়েছে, এবং খুব মার্কেট পেয়েছে এই ফোনটি, আর ১০/১৫ দিনের মধ্যে বাংলাদেশে ফোনটি লঞ্চ করবে, যার মাধ্যমে বাংলাদেশে মানুষ খুবি চমৎকার একটি ফিচারিং এবং স্টাইলিশ মোবাইল পেতে চলেছে, এই ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে ধারনা করা হয়েছে বর্তমান টাকার প্রায় ৩০-৩৫ হাজার টাকা মূল্য হতে পারে,,বন্ধুরা এতক্ষন আপনারা দেখছিলেন শাওমি ব্রান্ডের পোকোফোন F1 ফোনের রিভিউ এবং আমি আপনাদের সাথে ছিলাম আদনান মুরাদ from GM Hasanat ইউটিউব চ্যানেল....
তো এই ফোন টি আপনাদের কেমন লাগলো.. সেইটা আমাদের কমেন্ট করে জানাবেন.. আর ভিডিও টি ভালো লাগলে লাইক দিন.
আর জি এম হাসানাত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর নিত্যনতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকন টি বাজিয়ে দিন. সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য

ভিডিওটি ভালো লেগে থাকলে:
নিচের ফেইসবুক আইকনে ক্লিক করার মাধ্যমে আমাদের এই পোস্টটি শেয়ার করে অন্য বন্ধুদেরকেও পড়ার সু্যোগ করে দিন যেন আপনার বন্ধুরাও উপকৃত হয় । আর আপনি পরবর্তী সকল টিপ্স & ট্রিক্স সহজেই পেতে নিচে আপনার ইমেইল এড্রেস সাবমিট করুন (ফ্রী) । তারপর আপনার ইনবক্স চেক করে Confirmation Link এ ক্লিক করে ভেরিফাই (ফ্রী) করুন ।

Share this:

Disqus Comments