ফুলটি হল বেগুনি অর্কিড। দেখতে সুন্দর হলেও নেই কোনো সুগন্ধ। কিন্তু শোভা বর্ধনে খুবই পটু । শখের বশে এই ফুল সবাই লাগায়। ঢাকায় একে বেশি দেখা যায় শোভা বর্ধন এর কাজে। কিন্তু সব নার্সারিতেই এদের পাওয়া যায় । একটু হাল্কা রোদে এদের রাখতে হয় আর জৈব সার মিশাতে হয় এর মাটিতে। ৪ দিন পর পর পানি দিতে হয়। প্রতিদিন দিলে শিকর নষ্ট হয়ে যাবে।
সাধারণত বুনো পরিবেশে অর্কিড ভালো জন্মে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ফিলিপাইন পর্যন্ত এলাকা বেগুনি অর্কিড এর আদি বাস। অর্কিড এর মদ্ধে এই প্রজাতি সব চেয়ে সহজে পাওয়া যায় ।এর পাতা ঘাসের মত চ্যাপ্টা সবুজ। এর ইংরেজি নাম ফিলিপাইন গ্রাউন্ড অর্কিড বা পারপাল অর্কিড। সায়েন্টিফিক নাম spathoglottis plicata. ফুল অনেক দিন ধরে ফোটে আর সতেজ থাকে। এর পাতা পণ্যের মোড়ক তৈরিতে ব্যবহার করা হয়।
পি.ডি.জয়
তথ্য:প্রথম আলো,উইকিপিডিয়া