-->

পকেটে ফোন ঢোকালেই লক আর বের করলেই আনলক হবে অটোমেটিক

পকেটে ফোন ঢোকালেই লক আর বের করলেই আনলক হবে অটোমেটিক

অনেক সময়ই ফোন বার বার লক করা বা স্ক্রিন অফ করা একটা বিরক্তিকর বিষয় হয়ে উঠে।।।

তাই আজ আপনাদের সাথে এমন একটি এপ্লিকেশন বা টিউটোরিয়াল শেয়ার করব যেন কষ্ট করে বার বার স্ক্রিন অফ করে বা ফোন লক করতে না হয়,পকেটে ফোন ঢুকালে অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যাবে।

এই সিস্টেমটা আপনার ফোনে চালু করতে হলে যা যা করতে হবে:
  1. প্রথমে প্লেস্টোর থেকে আপনি ( Pocket Lock) নামের অ্যাপ্লিকেশন্টা আপনার ফোনে ইন্সটল করে নিন।।
  2. তারপর আপনি শুধু অ্যাপ ওপেন করে সব কিছু এক্সেস বা সব পার্মিশন দিয়ে দিন ।
  3. তারপর চালু করে দিন। উপরে ডান পাশে enable নামের একটি অপশন পাবেন সেটা চালু করুন । তাহলেই আপনার এই লক চালু হয়ে যাবে ।
যেভাবে বললাম এভাবে করলেই আপনার ঝামেলা শেষ । এখন একবার চেষ্টা করে দেখুন আপনি আপনার ফোন পটেকে ঢুকালেই অটোমেটিক লক হয়ে যাবে আবার বের করলে অটোমেটিক লক্সক্রিন খুলে যাবে । অর্থাৎ ডিস্পলে এর আলো জলবে আর নিভবে । 

এরপরেও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন । এখানে আমি সব কিছু প্রাকটিকাল ভাবে শিখয়ে ও দেখিয়ে দিয়েছি ।

কোথাও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।।।
আশা করি রিপ্লাই পেয়ে যাবেন।।

Share this:

Disqus Comments