কিন্ত আসলে এমন কিছু যেগুলো ব্যাবহারের মাধ্যমে আমরা নানা ধরণের সুবিধা পাই। কিন্ত অনেকেই জানিনা কিছু এপ ব্যাবহার করা সম্পুর্ন আইন লংঘন অর্থাৎ বেয়াইনি।।
বন্ধুরা অ্যাপ্লিকেশনগুলোর নাম হলো:
- Popcorn Time
- WifiKill Pro
- uTorrent
- BlackMart Alpha
এই অ্যাপগুলো বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে তবুও বিভিন্ন যায় পেতে পারেন । কেউ এই চারটি অ্যাপ ভুলেএ ইন্সটল করে চালাবেন না । কারণ এইগুলো সম্পুর্ন বেয়াইনি বা নিষিদ্ধ ।
আশা করি বুঝেছেন।
নিষিদ্ধ করার কারণ:
এগুলো দিয়ে যত দুর্নীতি করে থাকে খারাপ মানুষরা বা অন্যের অধিকার ক্ষুন্য করে । যেমন অন্যের ওয়াইফাই চুরি,অন্যের ওয়াইফাই ফ্রী ব্যাবহার,পাসওয়ার্ড চুরি । এইসব।।
আবার পেইড অ্যাপগুলো ফ্রীতেই ব্যাবহার করা পেইড বিভিন্ন বিষয়গুলো সবার আগে ফ্রীতেই পাওয়ার জন্য উপরের অ্যাপগুলো ব্যাবহারিত হয়ে থাকে ।
তাই এইসব অ্যাপ সম্পুর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে ।
আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন ।
সবাই তাহলে বুঝেছেন কোন দুটি অ্যাপ বিপদজনক ।
আশা করি আর কখনও এসব এপ ব্যাবহার করবেন না ।
নাহলে বিপদে পরবেন ।
আশা করি আর কখনও এসব এপ ব্যাবহার করবেন না ।
নাহলে বিপদে পরবেন ।