-->

সাবধান,যে ৪ টি অ্যাপ্স ব্যবহার করলে আপনার জেল হতে পারে

সাবধান,যে ৪ টি অ্যাপ্স ব্যবহার করলে আপনার জেল হতে পারে

আমাদের মধ্যে অনেকেই অনেক এপ ব্যাবহার করি। এবং আসে সব কিছুই আমরা নিজেদের সুবিধার্থে করি।তাই না???

কিন্ত আসলে এমন কিছু যেগুলো ব্যাবহারের মাধ্যমে আমরা নানা ধরণের সুবিধা পাই। কিন্ত অনেকেই জানিনা কিছু এপ ব্যাবহার করা সম্পুর্ন আইন লংঘন অর্থাৎ বেয়াইনি।।

বন্ধুরা অ্যাপ্লিকেশনগুলোর নাম হলো:

  1. Popcorn Time
  2. WifiKill Pro
  3. uTorrent
  4. BlackMart Alpha

এই অ্যাপগুলো বিভিন্ন দেশে ব্যান করা হয়েছে তবুও বিভিন্ন যায় পেতে পারেন । কেউ এই চারটি অ্যাপ ভুলেএ ইন্সটল করে চালাবেন না । কারণ এইগুলো সম্পুর্ন বেয়াইনি বা নিষিদ্ধ ।

আশা করি বুঝেছেন।
নিষিদ্ধ করার কারণ:
এগুলো দিয়ে যত দুর্নীতি করে থাকে খারাপ মানুষরা বা অন্যের অধিকার ক্ষুন্য করে । যেমন অন্যের ওয়াইফাই চুরি,অন্যের ওয়াইফাই ফ্রী ব্যাবহার,পাসওয়ার্ড চুরি । এইসব।।
আবার পেইড অ্যাপগুলো ফ্রীতেই ব্যাবহার করা পেইড বিভিন্ন বিষয়গুলো সবার আগে ফ্রীতেই পাওয়ার জন্য উপরের অ্যাপগুলো ব্যাবহারিত হয়ে থাকে ।

তাই এইসব অ্যাপ সম্পুর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে ।

আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন ।

This video is taken from GM Hasanat YouTube Channel

সবাই তাহলে বুঝেছেন কোন দুটি অ্যাপ বিপদজনক ।
আশা করি আর কখনও এসব এপ ব্যাবহার করবেন না  ।
নাহলে বিপদে পরবেন  ।

Share this:

Disqus Comments