আসলে আমরা সবাই জানি যে অনেক এপ ই লাঞ্চ করেছে যেগুলোতে মুখে বললে ইংরেজী লিখা হয়।।।কিন্ত আমাদের সঠিক ইংরেজি উচ্চারন ও বলতে সমস্যা থাকার কারণে সেসব এপ সঠিকভাবে কাজ করে না।।
তো এখানে আসল পদ্ধতিটি হলো:
১.আপনি প্রথমে আপনার ফোনে GBoard নামের অ্যাপ প্লেস্টর থেকে ইন্সটল করে নিতে হবে ।
২.তারপর সেখানে ও ফোনের Language and Input অপশনে গিয়ে ভাষা হিসেবে বাংলা ও ইংরেজী সিলেট করে নিতে হবে।
৩.তারপর আপনি সব কিছু থেকে কিবোর্ড হিসেবে GbOard সিলেক্ট করে দিবেন ।
৪।তাতপর যেখানেই আপনি লিখতে বা টাইপ করতে যাবেন একটা অপশন দেখতে পাবেন যে গুগলের আইকন আর ডান পাশে মাউথ বা রেকর্ড এর আইকন।
৫।সেখানে ক্লিক করে বাংলা বলবেন আর বাংলা অটোমেটিক লেখা হয়ে যাবে ।
এই ছিল মুখে বলার মাধ্যমে বাংলা লিখার পদ্ধতি ।
যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিন,ভিডিওটিতে সব কিছু প্রাকটিকাল ভাবে প্রমান সহ দেখিয়ে দেয়া হয়েছে।।