-->

ধর্ষনের হার বৃদ্ধির জন্য আসলে কোন জিনিস টি দায়ী!

ধর্ষনের হার বৃদ্ধির জন্য আসলে কোন জিনিস টি দায়ী!

Porn movie দেখলে সমস্যা কোথায়।সেক্স তো ট্যাবু।মা বাবা তো আর এগুলা শেখাবে না।বই পত্রেও তো নাই।হ্যারি পটার পড়েই পিটুনি খাচ্ছি, ঐ বই পেলে তো জেলে দিবে!!!!!

কথা হচ্ছে সেক্স এর যে সংজ্ঞা porn movie তে শেখায় সেটা সত্যিকারের সংজ্ঞা থেকে সাত আসমান দূরের।ডাচ গবেষকরা সেক্স এর মধ্যে যেসব জিনিস include করেছেন তার লিস্ট অনেকটা এরকম----
friendship
compaionship
time sharing
grief sharing
hugging
intimacy and last এ গিয়ে foreplay

On the other hand pornography is all about foreplay and rough sex, cheating and absurd fantasy.

porn দেখে sex শেখা আর সুপারম্যান মুভি দেখে গলার পিছনে গামছা পেঁচিয়ে ছাদ থেকে উড়ার জন্য লাফ দেয়া একই কথা। ফলাফল plain and simple death.thats it.

Sex একটা broad জিনিস।সেখানে বন্ধুত্ব্ব, ভালোবাসা,সহমর্মিতা অন্তর্ভুক্ত।কিন্তু porn সেক্স এর definition ই বদলে দিয়েছে।now its all about putting ur genital oragn into a vagina.so thats it.sex becomes synonymous with foreplay!!!!

porn ডোপামিন রিসিপ্টরকে এমনভাবে উদ্দীপ্ত করে যার প্রভাব জাস্ট মাদক এর মত। আগেই বলেছি ব্রেইন এ reward centre থাকে।পরিশ্রম শেষে food বা সেক্স এই সেন্টারকে উদ্দীপনা দিলে মানুষ pleasue বা প্রশান্তি পায়।কাজ টা হয় ডোপামিন নামক নিউরোটান্সমিটার দিয়ে।এখন এগুলো প্রাকৃতিকভাবে healthy.কিন্তু porn বা মাদক কোনটাই healthy না।ফলে ব্যাপারটা দাঁড়ায় এই যে ব্রেইন কনফিউজড হয়ে যায়।এ কোন নতুন stimulation.!!!

চিন্তা করুন পিচ্চিকালে এক্সাম এ ভালো করলে মা বাবা একটা চকোবার কিনে দিলে কি খুশিটাই না হতেন,কিন্তু এখন আই ফোন কিনে দিলেও মুখ ভার করে থাকেন যে iphone 6 কেন দিল,I phone x কেন দিল না!!!

হাঁ,এবার আপনি ধরতে পেরেছেন।brain কে একবার আপনি মাদক বা porn দিয়ে পুরষ্কার দিলে,সে আর ও বেশি চাইবে।তার চাহিদা বাড়বে।আগে যে বন্ধুদের আড্ডায় একদিন মজা করে দেখেছে,নেক্সট তার মাসিক,তার পর সাপ্তাহিক,তার পর প্রতিদিন porn দেখা লাগবে।এটাই addiction এর সংজ্ঞা। আজ যে সিগারেট খায়,নেক্সটা দিন তার মদ লাগবে,তারপর গাঁজা,তারপরে হিরোইন। এটাই আসক্তির সংজ্ঞা।সিগারেট খাওয়া সমস্যা না।তার consequence টাই এখানে সমস্যা।

তো porn বা মাদক ডোপামিনকে এমনভাবে খরচ করে যে রিসিভার গুলো কাজ করা বন্ধ করে দেয়।porn addict এর লাইফে তার প্রভাব পড়ে।normal healthy recreation (যেমন বন্ধুদের সাথে আড্ডা,ফ্যামিলির সাথে ঘোরা,মুভি দেখা,গল্পের বই পড়া)তার ব্রেইনকে সন্তুষ্ট করতে পারে না।যে কোন কাজে হতাশ হলে বা নিঃসঙ্গ হলে বা মানসিক চাপে পড়লে সে porn এর দ্বারস্থ হয়।

কিন্তু brain এর ডোপামিন রিসিপ্টর already damage.ব্রেইন আর চকবার আইস্ক্রিম খাবে না, তাকে iphone x কিনে দিতে হবে।

আর এখানেই শুরু sexual perversion এর কাহিনী। পোশাক রেপ এর একটা নগন্য contributing factor.আসল সমস্যার শিকড় অনেক গভীরে প্রোথিত (চলবে)

Dr.Efan
SSMC & Mitford Hospital
Session- 2010-11

#Information_collected




Share this:

Disqus Comments