মেসেঞ্জার ছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ করাটা কেমন যেন অসামঞ্জস্যপুর্ণ দেখায় । কম বেশি সবাই আমরা মেসেঞ্জার চালাই এবং চালাতে পারি। অনেকেই অনেক কিছু জানি এই অ্যাপ সম্পর্কে। কিন্তু তাও আজ আমি আপনাদের নিচের ভিডিওটি দিয়ে যে জিনিসটি জানাতে চলেছি তা অনেকেই জানেন না। জিনিসটি কেউ খারাপ ভাবে না নিয়ে ভালোভাবে নেওয়াটাই ভালো।
প্রথমত আপনি যদি কারও সাথে চ্যাটিং করার অপশনে যান সেখানে গিয়ে উপরে ডান পাশে কোনায় 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন । তাহলে সিক্রেট কনভার্সেশন এর একটা আলাদা অপশন পাবেন । সেটায় ক্লিক করে ওকে তে ক্লিক করলে আপনি দেখবেন লক আইকন দিয়ে নতুন একটি সেই ব্যাক্তির সাথে কনভার্সেশন চালু হয়ে গিয়েছে ।
এই কনভার্সেশনেই আপনারা সব নিত্য নতুন ম্যাজিক দেখবেন ।
এখানে আপনি যদি নিচে দেখেন ঘড়ি বা টাইমিং সেট করার অপশন আছে । সেখান থেকে যদি আপিনি ৩ সেকেন্ড ও সেট করে দেন তাহলে আপনি তাকে যত মেসেজ পাঠাবেন ৩ সেকেন্ড থাকার পরই অটমেটিক ডিলিট হয়ে যাবে এবং এই মেসেজ কেউ রিকভার করতে পারবে না । এমনকি চাইলে আপনিও পারবেন না । যেকোন সিক্রেট বিজনেস ডিল অথবা সিক্রেট কথাবার্তা বলার জন্য আপনি ম্যাসেঞ্জারে এই ট্রিক্স ব্যাবহার করতে পারেন ।
মেসেঞ্জার এর এই অজানা ব্যাপারটি বুঝতে সমস্যা হলে চলুন জেনে আসি নিচের ভিডিওটি দেখে।