-->

অ্যান্ড্রয়েডের গুগল ক্রোম ব্রাউজার Unfortunately Stopped সমস্যার সমাধান । সেরা টিউটোরিয়াল

অ্যান্ড্রয়েডের গুগল ক্রোম ব্রাউজার Unfortunately Stopped সমস্যার সমাধান । সেরা টিউটোরিয়াল

আপনার কি অ্যান্ড্রয়েডের গুগল ক্রোম ব্রাউজারে সমস্যা?বার বার আনফরচুনেইটলি স্টপড (Unfortunately Stopped) দেখাচ্ছে? তাহলে আজকের টিউটোরিয়াল টা আপনার জন্য ।

প্রথমে বলি এই সমস্যা কেনো হয়?
আসল কারণ হলো যখন সফটওয়্যারগুলো প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে। কিন্ত আমাদের ফোনের ভার্সন ও প্যাচ লেভেল ও ফোনের কনফিগারেশন কিন্ত আপডেট হচ্ছে না । ফলে মাঝে মাঝে নতুন কিছু ভার্সনের অ্যাপ আমাদের ফোনে ম্যাচ হয়না ও কাজ করতে পারে না।

অর্থাৎ আমাদের ফোনের অপারেটিং সিস্টেম সেই অ্যাপটি রান করতে না পারার কারণেই Unfortunately Stopped দেখায় । তবে কিছু কিছু ক্ষেত্রে নতুন ভার্সনের অ্যাপগুলোর ত্রুটির কারনেও এই সমস্যা দেখা দেয় ।

এখন বলি এইটার সমাধান কিভাবে করবেন?
Ans: শুধু নতুন ভার্সন আনইন্সটল করে পুরোনো ভাররসন ব্যাবহার করুন তাহলেই সব সমাধান হয়ে যাবে

আমি জানি যে আমি যদি এই পোস্ট এ হাজার হাজার লাইন লিখি তাও আপনি সমাধান করতে অনেক কষ্ট হবে । দেখা যাবে ৫০% পাবলিকই ব্যার্থ হতে পারে । তাই আমি সাজেস্ট করব নিচের ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ।

This video is taken from GM Hasanat YouTube Channel

ভিডিওটি দেখার পরেও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে ভিডিওটির কমেন্ট বক্সে (তাড়াতাড়ি রিপ্লাই পেতে উপরে টাইটেলে ক্লিক করে সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে জানান),আশা করি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর পেয়ে যাবেন।

Share this:

Disqus Comments