প্রথমে বলি এই সমস্যা কেনো হয়?
আসল কারণ হলো যখন সফটওয়্যারগুলো প্রতিনিয়তই আপডেট হয়ে থাকে। কিন্ত আমাদের ফোনের ভার্সন ও প্যাচ লেভেল ও ফোনের কনফিগারেশন কিন্ত আপডেট হচ্ছে না । ফলে মাঝে মাঝে নতুন কিছু ভার্সনের অ্যাপ আমাদের ফোনে ম্যাচ হয়না ও কাজ করতে পারে না।
অর্থাৎ আমাদের ফোনের অপারেটিং সিস্টেম সেই অ্যাপটি রান করতে না পারার কারণেই Unfortunately Stopped দেখায় । তবে কিছু কিছু ক্ষেত্রে নতুন ভার্সনের অ্যাপগুলোর ত্রুটির কারনেও এই সমস্যা দেখা দেয় ।
এখন বলি এইটার সমাধান কিভাবে করবেন?
Ans: শুধু নতুন ভার্সন আনইন্সটল করে পুরোনো ভাররসন ব্যাবহার করুন তাহলেই সব সমাধান হয়ে যাবে
আমি জানি যে আমি যদি এই পোস্ট এ হাজার হাজার লাইন লিখি তাও আপনি সমাধান করতে অনেক কষ্ট হবে । দেখা যাবে ৫০% পাবলিকই ব্যার্থ হতে পারে । তাই আমি সাজেস্ট করব নিচের ভিডিও টিউটোরিয়াল টা দেখে নিন।। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ।
ভিডিওটি দেখার পরেও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে ভিডিওটির কমেন্ট বক্সে (তাড়াতাড়ি রিপ্লাই পেতে উপরে টাইটেলে ক্লিক করে সরাসরি ভিডিওর কমেন্ট বক্সে জানান),আশা করি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর পেয়ে যাবেন।